মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

আপনার টুথপেস্ট এ কি লাল নীল অথবা কালো রং আছে। সাবধান নিজের ক্ষতি করছেন নাতো ??

 

"আপনার টুথপেস্ট এ কি লাল নীল অথবা কালো রং আছে। সাবধান নিজের ক্ষতি করছেন নাতো" ??

আচ্ছা আমরা প্রতিদিন তো সকল বেলা ঘুম থেকে, উঠে  তারপর টুৎপেস্ট নিয়ে দাঁত মাজা শুরু করি।
কিন্তূ কখনো কি খেয়াল করে দেখেছেন ? আপনার টুৎপেস্ট এর টিউবের নিচে লাল,নীল অথবা কালো রঙের যে চিহ্ন গুলো থাকে সেগুলো কিসের সংকেত। কিসের ইঙ্গিত দেয়?..  এগুলো। তাহলে কি এগুলো আপনার পক্ষে ক্ষতিকর, ভেবে দেখুন, প্রতিদিন নিজেকে মৃত্যুর মুখে, ঠেলে দিচ্ছেন না তো?  তবে কি চোখ বন্ধ করে ভুল পণ্য কিনছি আমরা।  চলুন তাহলে গল্পঃ শেষের আজকের প্রতিবেদনে আলোচনা করা যাক, লাল,নীল এই চিন্হ গুলোর আসল রহস্য।




বাজার থেকে আমরা যে সব টুৎপেস্ট কিনে ব্যাবহার করি, তার টিউবের নিচে যে রঙিন চিন্হ গুলো দেখা যায় , সোশ্যাল মিডিয়া পোস্ট ও ইন্টারনেট এর সূত্র অনুযায়ী , এই চিন্হ গুলি টুৎপেস্টির কিছু বিশেষ গুণমান বিচার করে।




এর মধ্যে কালো রঙের যে চিহ্ন টি থাকে সেটি মূলত
বিশুদ্ধ রাসায়নিকউপাদান দিয়ে তৈরি এটা বলা হয়ে থাকে ।

 লাল রংয়ের যে চিহ্ন টি দেখা যায় সেটি
প্রাকৃতিক এবং রাসায়নিক উপাদান দিয়ে তৈরি এটা নির্দেশ করে, তৃতীয়

 নীল রঙের যে চিহ্ন টি থাকে সেটি প্রাকৃতিক ও ঔষধিক উপাদান দিয়ে তৈরি এটি নির্দেশ করে। আর সর্বশেষ  যে সবুজ রঙের চিন্হ টির দেখা যায়, সেটি মূলত বিশুদ্ধ প্রাকৃতিক উপাদানে তৈরি, এটির মধ্যে ক্ষতি কারক প্রভাব খুব কম থাকে।
মনে করা হয় কালো রঙের চিহ্নিত টুথপেস্ট টি
ক্ষতিকর, কারণ এটি সম্পূর্ণরূপে রাসায়নিক থেকে তৈরি এবং আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে তাই ক্রেতাদের এর থেকে পরিষ্কার থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।


আসলে কি তাই উপরিউক্ত কারণ গুলির জনই কি এই চিন্হ গুলোর ব্যাবহার হয়? আপনিও কি তাই ভাবছেন? শুনুন তাহলে মূল কারণ


টুথপেস্টে প্রস্তুতকারি কোম্পানিগুলো ক্রেতাদের চোখের উপর এটার গুণমান ভালো এটা দেখানোর জন্য, কোম্পানিগুলো তাদের টুথপেস্টের টিউবগুলোকে ছোট রঙের স্কোয়ার দিয়ে চিহ্নিত করে না। প্রকৃতপক্ষে,  চিহ্নের কারণটি হলো কীভাবে টুথপেস্ট টিউব টি তৈরি করা হয় তার সাথে সম্পর্কিত।



এই চিহ্নগুলি টিউব প্রস্তুতকারি মেশিন থেকে নির্গত হওয়া আলোর সেন্সরগুলিকে টিউবের শেষ সনাক্ত করতে সহায়তা করে।
যাতে টিউবগুলি প্রস্তুত করতে ব্যবহৃত মেশিনগুলি জানে যে কোথায় সেগুলি কাটতে হবে বা সিল করতে হবে৷ বন্ধুরা মূলত এই কারণেই  চিন্হ গুলীর ব্যাবহার করা হয়।



প্রতিবেদনের শেষে একটা কথাই বলবো , আমাদের প্রতিবেদন যদি আপনার ভালো লাগে, তাহলে একটা কমেন্ট তো অবশ্যই দিবেন। আর নিয়মিত এই ধরনের ইনফরমেশন পেতে আমদের ওয়েবসাইটি ফলো করুন।এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ টি ফলো করতে পারেন।
ধন্যবাদ সবাইকে ভালো সবাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্ট সমূহ

₹1 online shopping

  গনেশ পূজো উপলক্ষে ₹1 online shopping  করতে  5 টা গ্রুপে অথবা  20 জন বন্ধু কে মেসেজ টি শেয়ার করে     Free Gift    অপশনে ক্লিক করুন।  এরকম ...

Popular Post