কত টাকা আয় করলো the Kerala story, box office এই বা কেমন সাড়া ফেলেছে এই ছবিটি, দর্শকদেরই বা কেমন অনুভূতি হচ্ছে ছবিটি দেখে , আসুন তাহলে জেনে নেয়া যাক এই সব তথ্য গুলো।
সম্প্রতি কিছুদিন আগে 5 may 2023 এই তারিখে, মুক্তি পাই the Kerala story ছবিটি , মুক্তির পর থেকেই ছবিটি বিভিন্ন বিতর্ক ও আলোচনায় রয়েছে ।কেও বলছে ছবিটি দেখানো উচিৎ কেও বলছে ছবিটিতে, সপ্রদায়িক ভিন্নতাকে দেখানো হয়েছে আরো নানান কথা। কিছু জায়গায় আবার ছবিটি বন্ধও করে দেওয়া হয়েছে, তবে এসবকে যেনো কোনো পাত্তাই দেইনি ছবির ভেতরের গল্পঃ, ফুটে এসেছে ছবি আর নির্মাতাদের ভাবনা । সবকিছুকে পেছনে ফেলে, ছবিটি যেনো, নিজের গতিতে ছুটে চলেছে।মুক্তির পর থেকেই বোমা বিস্ফোরণের মত ছড়িয়ে পড়েছে গোটা ভারত বর্ষে। ছবিটি দেখার পর দর্শকদের অনুভূতিতে যেনো কাপিয়ে তুলছে, তাদের নিজের মনুষ্যত্বের ভাবনা কে ।
অর এই ছবিটি পরিচলনা করছেন আমাদেরই, বাঙ্গালী পরিচালক সুদীপ্ত সেন ,ছবিটি বিপুল অমৃত লাল শাহ দ্বারা প্রযোজিত হয়েছে, কাহিনীটা মূলত, কেরোলের একদল মহিলার গল্পঃ কে অনুসরণ করে তৈরী করা হয়েছে,যারা লাবজিহাদ ষড়যন্ত্রের কবলে পরে, ইসলাম ধর্মে এ ধর্মন্তরিত হয় এবং পরে isis এ যোগ দিতে বাধ্য হয় । ছবিটির মূল চরিত্রে অভনয় করেছেন আদ শর্মা,যোগিতা বিহানি, সিদ্দি idnani ও সোনিয়া বালানি।
কত টাকা আয় করলো the Kerala story
গায়ে কাঁটা দেওয়ার মত এই ছবিটি, মুক্তির 2সপ্তাহ হয়েছে মাত্র, আর এর মধ্যেই বক্সঅফিস এ তুমুল ঝর তুলে 192.3croe রুপি আয় করে ফেলেছে । ছবিটির বাজেট নেহাতই kgf 2 বা puspha আর মতো ছিলনা , এই ছবির বাজেট ছিল, খুবই স্বল্প,মাত্র 15-20কোটি রুপি।
এই স্বল্প বাজেটে এত ভালো একটা ছবি নির্মাতারা যেনো দর্শকদের হাতে, উপহার সরুপ তুলেদিয়েছে। অসংখ্য ধন্যবাদ ছবির পরিচলক, প্রযোজক ও অন্যান্য সদস্যদের। ছবিটি আরো ব্যাবসা সফল হোক এই কামনা করি , ধন্যবাদ সবাইকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন